ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
রাজাপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের কেবিনেট সাধারণ সম্পাদক ও রাজাপুর উপজেলা ছাত্রলীগের স্কুল বিষয়ক সম্পাদক মোঃ মুঈন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঝালকাঠি-১আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব বজলুল হক হারুন।
এমপি বিএইচ হারুন এক শোকবার্তায় বলেন,অতি অল্প বয়সে তার মধ্যে ছাত্র নেতৃত্ব দেবার সকল গুনই মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করে ছিলেন। যা তার বাবার কাছ থেকে পেয়েছেন।আমি আমার সন্তানতুল্য মরহুমের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে ফরিয়াদ করি যাতে জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদৌসে নসীব হয়। আমিন।
সাংসদ বিএইচ হারুন মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ঝালকাঠি-১ আসনের মাননীয় এমপি মহোদয়ের অ্যাম্বাসেডর ও উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মাহমুদুল হাসান মাহমুদ প্রেরিত এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।
উল্লেখ, মোঃ মুঈন মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে রাজাধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। মরহুম মুঈন রাজাপুর সরকারি কলেজ রোড নিবাসী রাজাপুর উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি আবদুস সবুর হাওলাদারের সন্তান।
Leave a Reply