লেখকঃ মোঃ রাকিব হোসেন
পাখি যদি হতাম আমি, গুরতাম ডালে ডালে।
তোমায় আমি,খুঁজে বেড়াইতাম পৃথিবী জুড়ে।
মন যে কাঁদে, তোমার আশায় অন্তর ও জুড়ে।
বুলে যদি জাওগো তুমি, এই আমাকে।
পৃথিবীর মায়া ছেড়ে, যেতে হবে একদিন।
সেদিন ও যে খুঁজবো তোমার, আমি সারাদিন।
ভুল বুঝে গেলে চলে, দেখতে যদি একবার।
পিছুথেকে ডাকছি তোমার, দেখোনি তুমি।
Leave a Reply