বিনোদন ডেস্ক:
একজন প্রথম সারির আর্টিস্ট হওয়া সত্বেও প্রায় দীর্ঘদিন সিনেমার শুটিংয়ের বাইরে ছিলেন সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ইয়ামিন হক ববি।
ইতোমধ্যে সিনেমাটির শুটিংও শুরু হয়ে গিয়েছে। দীর্ঘদিন পর শুটিংয়ে অংশ নিয়ে তার অনেক ভালো লাগছে বলে তিনি জানান। তিনি এই কাজটি নিয়ে বিশেষ আশাবাদী।
এফডিসি বাগানের বিভিন্ন লোকেশনে শুটিং শুরু করে। জ্বলে ঊঠল লাইট, প্রস্তুত ক্যামেরা। এভাবেই শুরু হয়েছে ‘ময়ূরাক্ষী’ সিনেমার প্রথম দিনের শুটিং। এফডিসির বিভিন্ন লোকেশনে হয়েছে চিত্রায়ন।
সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা রাশিদ পলাশ বলেন, অনেকগুলো বিষয় উঠে এসেছে। অনেকগুলো বার্তা আছে। আমরা চেষ্টা করছি গল্পে অনেকগুলো বিষয় তুলে ধরার।
গল্পে নিজের চরিত্রেই দেখা যাবে ববিকে। গোলাম রাব্বানীকে দেখা যাবে পরিচালক নাবিল আহমেদ চরিত্রে। সুরভী চরিত্রে অভিনয় করছেন শিরিন শিলা। প্রেম ও প্রতারণা গল্পে এগিয়ে যাবে সিনেমাটি।
নিজের চরিত্রটি নিয়ে ববি বলেন, গ্ল্যামারই তো বাইরে থেকে আমরা দেখি। আমি নিজে একজন অভিনেত্রী হয়ে এটা অনুভব করি। একজন নায়িকার উঠানামা তুলে ধরা হয়েছে এ সিনেমায়। গ্ল্যামার, ইমোশন, রিলেশনশীপের ক্রাইসিস সব আছে।
সিনেমাটির গল্প লিখেছেন গোলাম রাব্বানী। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য করেছেন রাশিদ পলাশ। টানা শুটিং করে সিনেমার কাজ শেষ করবেন পরিচালক। আসছে ঈদে মুক্তির পরিকল্পনা নিয়ে কাজ করছে টিম।
Leave a Reply