বেনাপোল প্রতিনিধি:
পুটখালী থেকে ২০পিস স্বর্ণের বার সহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আটক আসামীরা হলেন, বেনাপোল পোর্টথানাধীন বালুন্ড গ্রামের আলী হোসেনের ছেলে লিটনের হোসেন (২৫), বেনাপোল পোর্টথানাধীন পুটখালী গ্রামের আজিজুল রহমানের ছেলে হাফিজুর রহমান( ২৮)।
১৪ ফ্রেরুয়ারী (সোমবার) সকালে বিজিবি জানায়, বেনাপোল পোর্টথানাধীন বালুন্ড কেষ্ঠপুর গ্রামে অভিযান পরিচালনা করে, ৩.৮৯১ কেজি (৩৩৩.৫৯০ ভরি) ওজনের ২০টি সোনার বার, ১টি মোটর সাইকেল, ৩টি মোবাইল এবং নগদ ৬,৩৯০ (ছয় হাজার ৩ শত নব্বই) টাকাসহ দুই পাচারকারীকে আটক করে।
আটককৃত ২০টি সোনার বার এবং অন্যান্য মালামালের আনুমানিক বাজারমূল্য-২,৪৯,৫১,০৯০ (দুই কোটি উনপঞ্চাশ লক্ষ একান্ন হাজার নব্বই টাকা)।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মনজুর ই-এলাহ সাংবাদিকদের জানান, আটক আসামীর বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।
Leave a Reply