নিজস্ব প্রতিনিধি:
আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে জাতীয় মানবাধিকার সমিতি
তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে চট্টগ্রামের চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের দেয়া ২১৬ রানের টার্গেট টপকে ৪ উইকেটের জয় পেয়েছে টাইগাররা।
অসাধারণ এই জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন।
৪৫ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে পড়েছিল বাংলাদেশ। এরপর আফিফ হোসেন ও মেহেদি হাসান মিরাজের ব্যাটে ঘুরে দাঁড়ায় টাইগাররা। এ জুটির ব্যাট থেকে আসে ১৭৪ রান। এরমধ্যে আফিফ ৯৩ এবং মিরাজ অপরাজিত ছিলেন ৮১ রান নিয়ে। এবং শেষ পর্যন্ত জয় ছিনিয়ে আনে। নেতৃবৃন্দ, তাদের পরবর্তীতে ম্যাচের জন্য শুভকামনা জানান।
Leave a Reply