নিজস্ব প্রতিনিধি:
আজ বরগুনা জেলার পাথরঘাটা র কৃতি সন্তান, পাথরঘাটা উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর যুগ্ন সাধারন সম্পাদক জনাব তানজিম হাসান এর ২৩ তম শুভ জন্মদিন উদযাপন করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন, ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য মোঃ হাসিব ইসলাম, পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের এক উজ্জ্বল নক্ষত্র নবনির্বাচিত সাধারণ সম্পাদক আহম্মেদ সুজন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোঃ রাহাত আহম্মেদ, পাথরঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সহ সভাপতি ও ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলায়মান দেওয়ান, কাকচিড়া সাংগঠনিক থানা ছাত্রলীগের সহ সম্পাদক জাকারিয়া ইসলাম প্রমুখ।
তানজিম হাসান ১৯৯৯ ইং সালের এই দিনে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ছোট বেলা থেকেই বঙ্গবন্ধু আওয়ামী প্রেমী ছিলো ২০১৫ ইং সাল থেকে সরাসরি আওয়ামী ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় হয়েছিল।
তার জন্মদিন উপলক্ষে দিনব্যাপি ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাস সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের প্রিয় সহযোদ্ধা তানজিম হাসান এর জন্মদিন পালন করেন।
দিন শেষে এলাকার ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে নিয়ে কেক কাটার মাধ্যদিয়ে জন্মদিনের আয়োজন শেষ হয়।
শুধু ছাত্রলীগের নেতাকর্মী নয়, ব্যক্তিগত জীবনে তিনি সবার সুখে দুঃখে ছিলেন এবং থাকবেন এমনটিই প্রত্যাশা করেন সকলে।
M Jakariya