স্টাফ রিপোর্টার মোঃ রায়হানুল ইসলাম
মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। কর্মসূচির প্রথমার্ধে ছিল র্যালি ও দ্বিতীয়ার্ধে দুর্যোগ প্রশমনে প্রস্তুতিমূলক আলোচনা সভা।
বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে এ উপলক্ষ্যে একটি র্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে হাতীবান্ধা উপজেলা পরিষদের সামনে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম শাহ্, ফায়ার সার্ভিসের ইনচার্জ মনির হোসেন ও এসোডের কর্মকর্তা মমতাজ বেগম প্রমুখ।
এ সময় বক্তারা তাদের বক্তব্যে দুর্যোগ প্রশমনে প্রস্তুতিমূলক নানা কলাকৌশল সম্পর্কে প্রাথমিক ধারণা দেন।
এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে মাক্স পরিধান করে র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নুরুল আমিন বলেন বিগত দিনে সরকারিভাবে দুর্যোগ প্রস্তুতির জন্য অনেক মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছিল ভবিষ্যতে এরকম করা হবে বলে জানান তিনি। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন
Leave a Reply