স্টাফ রিপোর্টার:
লালমনিরহাটের হাতীবান্ধায় সফিকুল ইসলাম আক্কেল নামে এক ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরাজিত চেয়ারম্যান প্রার্থী গাছে উঠে আত্মহত্যার চেষ্টা করেছেন। বুধবার (১৬ মার্চ) সকালে ওই উপজেলার গোতামারী ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সফিকুল ইসলাম আমঝোল এলাকার রমজান আলীর ছেলে।
জানা গেছে, সফিকুল ইসলাম নামে ওই ব্যক্তি বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোতামারী ইউনিয়নে চেয়ারম্যান পদে অটোরিক্সা প্রতিক নিয়ে নির্বাচন করে পরাজিত হন। বুধবার সকালে ইউনিয়ন পরিষদের সামনে এসে প্রথমে একটি গাছে উঠে। পরে ওই গাছ থেকে বিদ্যুতের খুটিতে চলে যায়।
এসময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করেন। তবে কী কারণে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তা জানা যায়নি।
গোতামারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাবেরুল ইসলাম মোনা বলেন যে সে নির্বাচনে হেরে যাওয়ার পর সে নেশা গ্রস্থ ও পাগল বেশ নিয়ে চলাচল করে।
হাতীবান্ধা থানার ওসি মোঃ এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
Leave a Reply