যশোর জেলা প্রতিনিধি :
যশোরের শার্শা উপজেলার নাভারণ ডিগ্রী কলেজের, নব-নির্বাচিত গভর্নিং বডির সভাপতির সাথে শিক্ষকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ মার্চ (রোববার) সকাল সাড়ে ১০ টা সময়ের দিকে নাভারণ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইব্রাহীম খলিলের সভাপতিত্বে, এ পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গভর্নিং বডির নব-নির্বাচিত সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগ নেতা নাজমুল হাসান।
কলেজের নব-নির্বাচিত গভর্নিং বডির সভাপতিকে ফুল দিয়ে বরণ করেন কলেজের ছাত্র-ছাত্রীরা সহ এরপরে শিক্ষক-শিক্ষিকাগণও ফুল দিয়ে সংবর্ধনা শুভেচ্ছা জানান।
পরিচিতি পর্ব শেষে অত্র কলেজে শিক্ষক-শিক্ষিকাদের অনুরোধে, কলেজের শিক্ষকদের কমান রুম সংস্কার বাবদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন নব-নির্বাচিত সভাপতি। পরিচিতি অনুষ্ঠানে এসময় কলেজের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থী সহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply