হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি মোঃ আলমগীর হোসাইন
লালমনিরহাটের হাতীবান্ধায় দেশের সল্পবিকল্প বৃহত্তম স্থান দোয়ানি তিস্তা ব্রিজ গত বন্নায় এই ফ্লাডবাইপাশটি ভেঙ্গে যায় ভেঙে যাওয়ার কিছু দিন পর পানি উন্নয়ন বোর্ড এই ফ্লাডবাইপাসটি মেরামত করলেও কিন্তু এখনো মানুষের চলাচলের জন্য তেমন উপযোগী হয় নাই। প্রছন্ড বৃষ্টিপাত হলে ও কিন্তু প্রচুর পরিমান কাদা হয়।
যে কারনে যানবাহন যেমন চলতে পারে না তেমনি রোদ উটলে তখন ধুলায় অন্ধকার হয়ে যায় তখনো যানবাহন গুলো চলতে খুব কষ্ট হয়। এই ফ্লাডবাইপাশের এই সড়কটি কিন্তু লালমনিরহাট এবং নিলফামারী জেলার যোগাযোগের এক মাত্র সড়ক পথ।ফলে এই দুই জেলার মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করে। দির্ঘ দিনেও এই সরকটি মেরামত না হওয়ায় এলাকার লোক জনের মধ্যে একধরনের খোপ দেখা দিয়েছি। এই ফ্লাডবাইপাশ সড়কটি তিস্তা ব্রিজ এর উপর দিয়ে গিয়েছে এই সড়কটি কিন্তু অন্ততগুরুপ্ত পুর্ন সড়ক। লালমনিরহাটের যে বুড়িমারী স্থল বন্দর আছে বুড়িমারী স্থল বন্দর দিয়ে যে পন্যবাহি গাড়ি গুলো আসে সেই গাড়ি গুলো কিন্তু এই ফ্লাডবাইপাশের উপর দিয়ে তিস্তা ব্রিজ হয়ে দেশের বিভিন্ন স্থানে চলে যায়।
সে কারনে এ সড়কটি ব্যাবসা ব্যানিজ্যর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিন্তু এই ফ্লাডবাইপাশ অংশ টুকু বেহাল দশা বৃষ্টিপাত হলে কাদা সৃষ্টি হয়। যাওয়ার পথে যানবাহন গুলো অনেক সময় ফেসে যায় তাই এই অঞ্চলের লোকজন খুব দ্রুত ভাবে এই সড়কটি মেরামত এবং দ্রুত চলাচলের দাবি যানিয়েছেন।
Leave a Reply