বিশেষ প্রতিনিধি:
স্বাধীনতা সংসদের ইফতার ১৬ এপ্রিল ২০২২ শনিবার, ১৪ রমজান বিকাল চারটায় রাজধানীর কাটাবনে চিংড়ি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
” জাতীয় উন্নয়নে শিক্ষার ভূমিকা ধর্মীয় দৃষ্টিভঙ্গি ” শীর্ষক আলোচনা সভায় পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা এবং সাউথইস্ট ইউনিভার্সিটি সাবেক উপাচার্য প্রফেসর ডঃ আ ন ম মেসকাত উদ্দিন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড্যাফোডিল ইউনিভার্সিটি অফ ইন্টারন্যাশনাল এর সাবেক ভিসি প্রফেসর ডঃ ইউসুফ মাহবুবুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালক প্রফেসর ডঃ ফরিদ আহমেদ সোবহানী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফোরাম ( আইডিএফ র) চেয়ারম্যান এবং সিইও এসএম শফিউল আজম ও আদর্শ সমাজসেবামূলক কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ আলী বিকম। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব শাহেদ আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম ও যুগ্ম মহাসচিব নাদিয়া জাহান সুলতানা মুন । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সাবিনা ইয়াসমিন আকন সহ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় উন্নয়নে শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সকল ধর্মের দৃষ্টিভঙ্গিতে শিক্ষাকে প্রাধান্য দেয়া হয়েছে। পবিত্র কোরআনে প্রথম যে শব্দটি নাজিল হয়েছে, সেই শব্দটি ইকরা। অন্যান্য ধর্মীয় গ্রন্থে ও শিক্ষার গুরুত্ব বিশদভাবে বর্ণনা করা হয়েছে। শিক্ষাই জাতির মেরুদন্ড। যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত। এবং ধর্মীয় মূল্যবোধ থাকলে, সে ব্যক্তি দুর্নীতি-স্বজনপ্রীতি করতে পারে না। সে কারণে সুশিক্ষাই জাতিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে।
অনুষ্ঠান শেষে দেশ ও কল্যাণ এর জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পাঁচজনকে স্বাধীনতা সংসদ স্মারক প্রদান করা হয়।
Leave a Reply