ষ্টাফ রিপোর্টার জুই আক্তার
মধ্যরাতে আড়াই ঘণ্টার সংঘাতের পর থমথমে পরিস্থিতির মধ্যে সকালে আবার সংঘর্ষে জড়িয়েছে নিউ মার্কেটের দোকান কর্মচারী এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
ঢাকা কলেজের শিক্ষার্থীরা মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে লাঠি, রড হাতে সড়কে নেমে এসে ঢিল ছুড়তে শুরু করে। এ সময় ব্যবসায়ীরাও বেরিয়ে এলে সংঘর্ষ শুরু হয়। ঘটনাস্থলে থেমে থেমে ককটেলের শব্দ পাওয়া যাচ্ছে। এতে করে ওই এলাকা দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।
নিউ মার্কেট এলাকার গাউছিয়া মার্কেটের সামনে অবস্থান নিয়েছেন ব্যবসায়ী-কর্মচারীরা। অন্যদিকে ঢাকা কলেজের মূল ফটক থেকে নূরজাহান মার্কেটের সামনে পর্যন্ত স্থানে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো এলাকা।
সরজমিনে দেখা যায়, চন্দ্রিমা সুপার মার্কেট, নিউ মার্কেট ওভারব্রিজসহ আশপাশের ভবন থেকেও পরষ্পরের দিকে ঢিল ছুড়ছেন ব্যবসায়ী ও শিক্ষার্থীরা। কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।
সকাল থেকে টানা সংঘর্ষ চললেও ওই এলাকায় বেলা সাড়ে ১১টা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর দেখা মেলেনি। নেই কোনো পুলিশ সদস্যও। অবশ্য পাশেই নিউ মার্কেট থানা। তাৎক্ষণিক তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply