প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব অ্যাডভোকেট সাইফুল ইসলাম সেকুল, সাংগঠনিক সম্পাদক লায়ন আল-আমিন আজ এক যৌথ বিবৃতিতে তেল নিয়ে সিন্ডিকেট ও কারসাজি করার জন্য সিন্ডিকেট, ঠকবাজ ব্যবসায়ীদের প্রতি তীব্র ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা সিন্ডিকেট করছে তারা দেশ ও জনগনের জীবনযাত্রা কঠিন করে তুলছে।
সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী যখন তেল নিয়ে তামাশা মূলক বক্তব্য দেন তখন সাধারণ মানুষ কষ্ট পান।
অসাধু ব্যবসায়ীরা তেলের দাম নতুন করে বাড়ানোর চিন্তা করেন।
দফায় দফায় সয়াবিন তেলের দাম বৃদ্ধি করে এই চক্র সাধারণ জনগণ, হোটেল রেস্টুরেন্ট ব্যবসায়ী জীবন-জীবিকা দুর্বিষহ করে তুলেছে। তারা সাধারণ মানুষের দুঃখ কষ্টের কথা চিন্তা না করে নিজেদের ও তাদের সিন্ডিকেটের আখের গোছানোর জন্য একের পর এক অনৈতিক পদক্ষেপ গ্রহণ করছে । এতে সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় অস্থিরতা ও জনমনে আতঙ্ক দৃশ্যমান হচ্ছে। নেতৃবৃন্দ আশা করেন, সরকার দ্রুত তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে সাধারণ মানুষের নাগালের মধ্যে তেলের দাম নির্ধারণ করা সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নায্য মূল্যে নিয়ে আসবে৷
এবং এই অসাধু কালো চক্র ভেঙে দিয়ে, তাদের জরিমানা ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
বাজারের উপর নিয়ন্ত্রন প্রতিষ্ঠা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply