ষ্টাফ রিপোর্টার:
পৃথিবীতে প্রত্যেক মানুষই সপ্ন দেখে সুন্দর জীবনযাপনের,আশায় বুক বাধে,আবার কেউ কেউ সপ্ন দেখে তার পরিবারের সকলের মুখে হাসি ফুটাতে। তাই তো অনেকেই বেছে নেয় হাজার মাইল দূরে প্রভাস জীবন। বাপের জায়গা জমি বিক্রি করে অনেকেই পারি জমান প্রভাসে।
তেমনি সজল রানা তার পরিবারের মুখে দুবেলা দু মুঠো আহার জোগাতে জমি বিক্রি করে টাকা পয়সা দিয়ে চলে যান সৌদি আরবের মরুভূমিতে তাতেও শেষ রক্ষা হলো না সজল রানার, তিনি প্রতারণার শিকার হন দালান জহিরুল ইসলামের কাছে।ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলার হোমনা থানায়,হোমনা থানার ফতেরকান্দি গ্রামে,জহিরুল সজল রানাকে বিভিন্নভাবে লোভ দেখিয়ে সৌদি আরব পাঠান গাড়ী চালকের ভিসায় কিন্তু সজল রানা সেখানে যেয়ে পায়নি সেই গাড়ী চালকের কাজ,পেয়েছেন বিল্ডিং কন্সট্রাকশন এর কাজ যেটা সজল রানার জন্য খুব কষ্টদায়ক। তারপরও সজল বাপের জায়গা জমি বিক্রি করে টাকা দিয়েছে বলে ফিরে আসেনি, সজল রানা কাজের বেতনটাও সেই দালালের লোকজন তুলে নিয়ে যায় এমনটাই বলেছেন সজল।
এদিকে দালাল জহিরুল কে এই ব্যাপারে জানাতে গেলে জহিরুলের সন্ত্রাসী বাহিনী সজলের বাবা মোশাররফ হোসেন কে এলোপাতাড়ি ভাবে মারধর করে পরে তিনি হোমনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এখন সজল রানার পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিচ্ছে। সজলের আব্বা বলেন আমরা এখন সমসময় ভয়ে দিনযাপন করছি যে কোন সময় আমাদের বড় ধরনের ক্ষতি করতে পারে এবং আমার ভাই কে জখম করে হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমার ভাই তাই তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সহযোগিতা কামনা করেন এবং দালাল জহিরুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এদিকে টাকা দিয়ে প্রতারণাই শেষ নয় এই জহিরুল ইসলাম সজল রানাকে সৌদি আরবে মিথ্যা মামলা দিয়ে জেলহাজতেও রেখেছেন বলে জানা যায়।
Leave a Reply