পটুয়াখালী প্রতিনিধি: মোঃ শাকিল হাওলাদার
পটুয়াখালী সরকারী কলেজের মেধাবী ছাত্র নাঈমুল ইসলাম এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কলেজের শিক্ষার্থীরা।
রবিবার সকাল ১০ টায় কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে মানববন্ধনে মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন কলেজের শিক্ষার্থী শাহাবুদ্দিন শিহাব, বেল্লাল হোসেন, নিলয়, শারিয়ার ও নীপা আক্তার। বক্তারা নাঈমের উপর হামলাকারী কম্পিউটার দোকানী হাসানের দ্রুত বিচার দাবি জানান।
উল্লেখ্য মঙ্গলবার (২৮ মে) দুপুরে কলেজের অনার্স গনিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র নাঈমুল ইসলামকে ছুড়িকাঘাত করে কলেজের সামনের কম্পিউটার দোকানী হাসান। এতে নাইম গুরুতর আহত হলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
Leave a Reply