মহানগর প্রতিনিধি:
রাজধানীর ডেমরার কোনাপাড়া সিটি গ্রুপের একটি প্লাস্টিক গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের এগারোটি ইউনিট।
সোমবার (৩০ মে) রাত ৯টা ১২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়েছেন বলে জানান ফায়ার সার্ভিস সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার।
তিনি বলেন, ডেমরার কোনাপাড়া সিটি গ্রুপের প্লাস্টিক গোডাউনে রাত ৯টা ১২ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর রাত ৯টা ১৮ মিনিটে একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। পরে আরও ১০টি ইউনিট যোগ হয়ে মোট এগারোটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে ডিউটি অফিসার বলেন, আগুন নিয়ন্ত্রণে আনার পর বলা যাবে। প্রাথমিকভাবে এখনই কিছু জানা যায়নি। তবে আমাদের অভিজ্ঞতার আলোকে বলতে পারি প্লাস্টিক কারখানায় আগুন লাগলে প্রচুর ধোয়ার সৃষ্টি হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
Leave a Reply