প্রেস বিজ্ঞপ্তি:
চট্টগ্রামের সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক জানিয়ে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল ও সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন এ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন এবং নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।
সোমবার (৬ জুন) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তারা এ দাবী জানান।
তারা বলেন, বিস্ফোরক, দাহ্য পদার্থ, কেমিক্যালস ও গার্মেন্টস পণ্য একসঙ্গে না রাখার যে ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা থাকা উচিত ছিল এ ক্ষেত্রে তা মেনে চলা হয়নি। ফলে এ ভয়াবহ দুর্ঘটনা ও মর্মান্তিক হতাহতের ঘটনা ঘটেছে। মালিক পক্ষ ও সরকার কোনোভাবেই ঘটনার দায় এড়াতে পারে না।
দায়িত্বে অবহেলার জন্য মালিক ও কর্তৃপক্ষের শাস্তি দাবি করে নেতৃবৃন্দ বলেন, নিহত ও আহতদের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে।
Leave a Reply