বরগুনা সদর উপজেলা প্রতিনিধি : মোঃ সুজন শিকদার
বরগুনায় মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে পন্যবাহী ট্রলার ডুবে নিখোঁজ হওয়া দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ারসার্ভিসের ডুবুরি দল।
সোমবার দুপুর ১২ টার দিকে পায়রা নদীর শশাতলী নামক এলাকা থেকে কমল সমাদ্দার ও রবিবার রাতে একই উপজেলার চাড়াভাঙা এলাকা থেকে আবদুল খালেকের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে শনিবার (৪ জুন) রাতে বরগুনা থেকে তালতলী যাওয়ার পথে পায়রা নদীর চাড়াভাঙা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারটি বরগুনা থেকে তালতলী বাজারে নির্ধারিত হাটের পন্য নিয়ে আসছিলেন।
এঘটনায় ট্রলারটিতে থাকা ৫ জন শ্রমিক সাঁতরে তীরে আসতে পারলেও নিখোঁজ হন বরগুনা সদর উপজেলার লাকুরতলা এলাকার কমল সমাদ্দার (৪০) ও একই উপজেলার লবনগোলা এলাকার আবদুল খালেক (৫০)।
ঘটনার পর থেকেই তাদের উদ্ধারে অভিযান শুরু করে তালতলী ফায়ার সার্ভিস ও বরিশাল ফায়ারসার্ভিসের ডুবুরি দল।
Leave a Reply