চরফ্যাশন উপজেলা প্রতিনিধি: আল এমরান
ঢাকা টু বেতুয়া চলাচলকারী এমভি ফারহান ৫ লঞ্চ থেকে একটি এন্ড্রয়েড মোবাইল ফোন ও টাকা চুরি করার সময় চোরাই চক্রের দুইজনকে হাতেনাতে আটক করেছে যাত্রীরা।
গত (৮ জুন) ঢাকা থেকে বেতুয়া চরফ্যাশনের উদ্দেশ্য ছেড়ে আসা এমভি ফারহান ৫ জাহাজটিতে চোরাই চক্রের তিন কিশোর ওঠেন,রাত আনুমানিক নয়টার দিকে এক মহিলা যাত্রীর ব্যগ,নগদ ১১ হাজার টাকা ও মোবাইল সহ নদীতে লাফ দেয় এবং অন্য দুইজন থেকে যায়। তারা হলেন নারায়ণগঞ্জের মিজান (১৫) ও পটুয়াখালীর সুজন (১৭)।
রাত আনুমানিক ১ টার সময় ঘুমন্ত যাত্রী মোঃ হাবিব নামে এক ব্যক্তির ব্যাগ ও মোবাইল ফোন সড়ানোর সময় হাতেনাতে ধরা পড়েন তারা দুজন। জানা যায় ভুক্তভোগী হাবিবের বাড়ী সিরাজগঞ্জ, তিনি শাড়ির ব্যবসা করেন চরফ্যাশনে।
কিশোর চোরাইচক্রের দুজনের সাথে কথা বলে জানা যায় তাদেরকে লঞ্চে ওঠার জন্য সহযোগিতা করেন সদরঘাটের লাইনম্যান সোহাগ নামে এক ব্যক্তি এমনটি জানান লঞ্চে অবস্থানরত এক যাত্রী বাচ্ছু হাওলাদার।বর্তমানে তারা দুজন আটক রয়েছেন
Leave a Reply