তিতাস উপজেলা প্রতিনিধি : মোঃ মহসিন মুন্সী
কুমিল্লার তিতাস উপজেলায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) কে ভারতে বিজেপির দুই নেতা নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের কটুক্তির ও অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১০ জুন) পবিত্র জুম্মার নামাজের পর উপজেলার মাছিমপুর গ্রামের ধর্মপ্রাণ মুসলিম উম্মার প্রতিবাদ ব্যানারে মাছিমপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাতাকান্দি- বাখড়াবাদ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাছিমপুর বাজার কেন্দ্রীয় জামে মসজেদের সামনে এসে শেষ করেন, এরপর এক মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলার মাছিমপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন ছালেহীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন মাছিমপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো.মনির হোসেন ভূঁইয়া,বিশিষ্ট সমাজ সেবক মো. শহিদুল্লাহ, মো. ওমর আলী, মো. ফারুক মাহমুদ, মো. জসিম উদ্দিন, মো. খোকন মিয়াসহ বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ।
Leave a Reply