বরগুনা জেলা প্রতিনিধি : মোঃ বেলাল
স্বর্বকালের স্বর্বশ্রেষ্ঠ মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে ভারতের দুই বিজেপি নেতার কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে । বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, আইম্মায়ে, যুব ও ছাত্র হিযবুল্লাহ বরগুনা জেলা ও সদর উপজেলা শাখা কর্তৃক এক মানববন্ধন পালন করা হয়।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন খাকবুনিয়া দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব ছাদিকুর রহমান সাহেব, খাকবুনিয়া আরবি প্রভাসক এ.কে.এম.অলিউল্লাহ সাহেব।
জমিয়তে হিজবুল্লাহ বরগুনা জেলার সভাপতি মাওঃ মোঃ ইলিয়াস হোসেন, বরগুনা জেলা জমিয়তে হিজবুল্লাহ সাধারণ সম্পাদক মাওঃ মোঃ মনোয়ারুল হোসেন,জমিয়তে হিজবুল্লাহ বরগুনা সদর উপজেলার সভাপতি হাফেজ মাওঃ মোঃ দেলোয়ার হোসেন মোহতামিম, বালিয়াতলী হাফেজী মাদ্রাসা সহ কয়েক হাজার তৌহিদী জনতা এসময়ে উপস্থিত ছিলেন।
Leave a Reply