হাতিবান্ধা উপজেলা প্রতিনিধি : মোঃ আলমগীর হোসেন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া জোড়াপুকুর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চতুর্থ শ্রেণির এক ছাত্র ও তার মাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালাপাড়া গ্রামের জোড়াপুকুর এলাকায় স্কুলছাত্রসহ দুইজনকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে।
আহত স্কুলছাত্র রিমন (১০) জোড়াপুকুর এলাকার লাভলু মিয়ার ছেলে এবং স্থানীয় দালালপাড়া সরকারী প্রথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। এঘটনায় আহত স্কুলছাত্র রিমন ও তার মা নুরনাহার বেগমকে (৩০) আহত অবস্থায় উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ফকিরপাড়া ইউপির দালালপাড়া গ্রামের, মিলু,মিলন,মিশু,রহিদুল ইসলাম,নুরী বেগমসহ সাতজনকে আসামি করে হাতীবান্ধা থানায় একটি অভিযোড় দায়ের করেছেন ভুক্তভোগী লাভলু মিয়া।
হাতীবান্ধা থানার তদন্ত অফিসার (এসআই) বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এঘটনায় ওই স্কুল ছাত্র ও তার মাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে গিয়ে ছিলাম।
হাতীবান্ধা থানার (তদন্ত ওসি) রফিকুল ইসলাম বলেন, এঘটনায় দুইটি অভিযোগ পেয়েছি।তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply