ষ্টাফ রিপোর্টার : জুই আক্তার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ইসলাম এর ক্যালিফোর্নিয়া আগমন উপলক্ষে এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন, মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ক্যালিফোর্নিয়া বিএনপির উদ্যোগে মতবিনিময়সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ক্যালিফোর্নিয়া বিএনপি’র সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. ওয়াহিদ রহমানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্যালিফোর্নিয়া বিএনপির সাবেক সভাপতি আব্দুল বাছিত ও দোয়া পরিচালনা করেন সহসভাপতি আফজাল হোসেন শিকদার।
সভায় বর্তমান অবৈধ সরকারের অত্যাচার ও দমন পীড়নের বর্ণনা করে মতবিনিময় সভার প্রধান অতিথি বলেন, জনগণের ভোট চুরি করে অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে থাকা সরকারকে সরাতে হলে দেশবিদেশের সকলকে এক সাথে আন্দোলনের মাধ্যমে তাদেরকে পদত্যাগে বাধ্য করতে হবে। তা নাহলে দেশে গণতন্ত্র আসবে না এবং মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে না। তিনি বলেন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করেই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে।
তিনি আরো বলেন আপনারা যে দেশে আছেন সেই দেশ থেকেই- দেশের মানবাধিকার, ন্যায় বিচার, আইনের শাসন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করতে পারেন। সেই কাজটি করতে সেই দেশের স্টেকহোল্ডারদের সাথে সম্পৃক্ততা রাখবেন । তিনি সিলেটসহ দেশের বন্যা কবলিতদের সাহায্যার্থে বিএনপি’সহ সকল বিত্তবানদেরকে এগিয়ে আসার আহবান জানান।
পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা এবং স্বাধীনতার ঘোষক শহিদ প্রসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম, আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন যুগ্মসম্পাদক লায়েক আহমেদ। এছাড়াও বন্যায় হতাহতদের রুহের মাগফেরাত ও বন্যায় ক্ষতিগ্রস্থ বানভাসিদের কষ্ট লাগবে মহান আল্লাহ্’র রহমত কামনা করেও দোয়া করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন ডঃ জয়নাল আবেদিন, আব্দুল হান্নান, জিয়াউর রহমান, আব্দুস সামাদ মৃদা, মুজিব সিদ্দিকি, সেলিম রেজা, মাহবুবুর রহমান শাহিন, সাইফুল আনছারি চপল সহ ক্যালিফোর্নিয়া বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ ও কমিউনিটির আরও অনেক বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply