মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধি : মোঃ রুবেল খাঁন
ভারতে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তির রেশ কাটতে না কাটতে পিরোজপুরের মঠবাড়িয়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার কর্মকার কর্তৃক রাসূল (সঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ফুঁসে উঠেছে তৌহিদী জনতা।
শিক্ষক অশোক কুমারের অপসারণ ও বিচার দাবিতে মঙ্গলবার মাগরিব নামাজ বাদ উপজেলার দধিভাঙ্গা বাজারে সহস্রাধিক তৌহিদী জনতা বিশাল মিছিল ও সমাবেশ করেছেন। অশোক কুমার কর্মকার উপজেলার টিকিকাটা ইউনিয়নের ৬৯ নং দধিভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওই গ্রামের মৃত হীরালাল কর্মকারের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১৪ জুন মঙ্গলবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে এক বৈঠকে তিনি মহানবীকে নিয়ে কটুক্তি করেন। বৈঠকে উপস্থিত দধিভাঙ্গা বাজারে অবস্থিত হলতা-কুমিমারা ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিংয়ের সত্ত্বাধিকারী তৌহিদ নেওয়াজ তারিক কটুক্তির সত্যতা নিশ্চিত করে জানান, বৈঠকে উপস্থিত সবাই তার কটুক্তির তাৎক্ষনিক প্রতিবাদ জানান।
কটুক্তির কোন বিচার না হওয়ায় তৌহিদী জনতা।
মাগরিব নামাজবাদ বিক্ষোভ মিছিল করেছেন। মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন হাফেজ মো. মিজান, সিয়াম খান ও লাভলু সিকদার প্রমূখ।
পরে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল ও টিকিকাটা ইউপি চেয়ারম্যান মো. রিপন জমাদ্দার উপস্থিত হয়ে অশোক কুমার কর্মকারের উপযুক্ত বিচারের আশ্বাস দিয়ে তৌহিদী জনতাকে শান্ত করেন।
এব্যাপারে বক্তব্য নিতে অভিযুক্ত প্রধান শিক্ষক অশোক কুমার কর্মকারের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভড করেননি।
Leave a Reply