তিতাস উপজেলা প্রতিনিধিঃ মোঃ মহসিন মুন্সী
কুমিল্লার তিতাসে প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার।কুমিল্লা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাহাবুবুল আলমের পরিচালনায় এ সময় আরো বক্তব্য রাখেন তিতাস।
থানা অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.শওকত আলী, সাধারণ সম্পাদক ও কড়িকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মহসীন ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.ফরহাদ আহমেদ ফকির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ ফরিদা ইয়াসমিন সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, শিক্ষক ও মসজিদের ইমাম সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এসময় বক্তাগণ মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক, রাজনৈতিক আন্দোলন গড়ে তোলার বিষয়ে ঐক্যমত পোষণ করেন।
Leave a Reply