চরফ্যাশন উপজেলা প্রতিনিধি: মোঃ আল এমরান
চরফ্যাশন উপজেলাধীন ৭ নং নুরাবাদ ও ১৪ নং জাহানপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত মঙ্গবার (২৮ জুন) উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিকদার হুমায়ুন কবির ও সদস্য সচিব এম কামরুজ্জামান শাহিন (সাক্ষরিত) এই দুইটি কমিটি অনুমোদন করেন।
এতে নুর মোহাম্মদ গাজী কে আহ্বায়ক ও মোঃ আনোয়ার হোসেন কে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট ৭নং নুরাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন করা হয়।
অপরদিকে মোঃ হারুন অর রশিদ কে আহ্বায়ক ও মোঃ মিজানুর রহমান ফরাজি কে সদস্য সচিব করে ১৪ নং জাহানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
একঝাঁক তরুনের সমন্বয়ে এবারের কমিটি গুলো গঠন করা হচ্ছে। তাই চরফ্যাশন উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মনে করছেন এবারের স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটিগুলো সামনের আন্দোলন সংগ্রামের জন্য এক ভিন্ন মাত্রা যোগ করবে।
উল্লেখ্য কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নির্দেশনা অনুযায়ী সারা দেশে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের অংশ হিসেবে এসব কমিটি গুলো গঠনের কার্যক্রম চলছে।
Leave a Reply