জয়পুরহাট উপজেলা প্রতিনিধি:
প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে ( ইভিএম) জয়পুরহাটের পাঁচবিবি ও ক্ষেতলাল পৌরসভায় ভোটগ্রহণ চলছে। বুধবার (২৭ জুলাই) সকার ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।
পাঁচবিবি পৌরসভা নির্বাচনের রিটানিং অফিসার হুমায়ন কবীর জানান, সীমানা জটিলতার কারনে দীর্ঘ প্রায় এক যুগ পর জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
প্রায় এক যুগ মেয়র হিসেবে দায়িত্ব পালন করার পর দলটির টিকিটে আবারও আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন হাবিবুর রহমান হাবিব। এ ছাড়া এবারের এক স্বতন্ত্র নারীসহ সর্বমোট ৬ জন মেয়র প্রার্থী এ নির্বাচনে অংশগ্রহন করেন। এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৪৯ ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৭ জন প্রতিদ্বন্দিতা করছেন। অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৯১ জন ।
রির্টানিং ও নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, ক্ষেতলাল পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী সিরাজুল ইসলাম সরদার বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনী মাঠে কোন প্রার্থীরই কোন অভিযোগ নেই, তারপরও শেষ পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দেন রিটানিং কর্মকর্তা। নিরাপত্তার জন্য পুলিশ, বিজিবি, র্যাব, আনসার ব্যাটালিয়নের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।
Leave a Reply