প্রেস বিজ্ঞপ্তি:
বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আহসান হাবিব কামাল ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। শনিবার (৩০ জুলাই) রাত ১১ টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন।
কিডনী জটিলতায় ভুগছিলেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা।রবিবার সাবেক মেয়র কামাল মরদেহ বরিশালে নেওয়া হবে।
নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, আহসান হাবিব কামাল মেয়র হিসেবে বরিশাল নগরীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। এছাড়াও তার সাহসী ও বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে জনকল্যাণমুখী কাজে তিনি সচেষ্ট ছিলেন।
নেতৃবৃন্দ, এই জনপ্রিয় ও স্বচ্ছ নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Leave a Reply