1. admin@dainiksomoy24.com : admin :
সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২, ১১:০১ অপরাহ্ন
নোটিশ :
২০১৮ সাল থেকে সংবাদ পরিবেশনে জনপ্রিয় দৈনিক সময় ২৪.কম। সারা বাংলাদেশের সকল জেলা ও উপজেলা এবং স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি নিয়োগ চলছে যোগাযোগ করুন 01716605694

সে আর ফিরবে না

দৈনিক সময়ের পত্রিকা ২৪.কম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১৪৮ বার পঠিত

 

সে আর ফিরবে না

 

তৃষ্ণার্তের চোখ দুটো আজ
ধূপের কাঠির ধোঁয়ায় মতো
জল আছড়ে পড়ে
প্রহরবিহীন প্রতীক্ষায় দীর্ঘশ্বাস
অনাহুত মন আমার ব্যাকুল
তার ফিরে আসার প্রতিশ্রুতি
এখনো স্বপ্নময় হয়ে দাঁড়িয়ে আছে
প্রতীক্ষার প্রহর ভেঙ্গে অন্ধকার নামে
তবু সে ফিরে আসে না।

 

 

 

 

আজ মনের গহীনে অযাচিত যন্ত্রণা
সমস্ত গন্তব্যকে সংক্ষিপ্ত করে দেয়
আমার অন্তর্গত উলম্বিত স্মৃতিকথা
নৈঃশব্দ্যের নগরীতে পরিণত হয়ে
অন্ধকার লেপে দেয়
আহত শূন্যতা ডানা ঝাপটে পরে
নিঃসঙ্গতার খেলাঘরে
তবু সে আর ফিরে আসে না।

 

 

 

 

 

আমার চলনে মরিচা ধরা
প্রতীক্ষার ধূসর কালো মেঘে উত্থান
মুষলধারে বৃষ্টি ঝরে
তবু তৃষ্ণার্ত চোখ
ডায়েরি ভর্তি খরাজীর্ণ শব্দমালা
আকাশ ভুলে গেছে তার রং
পুরনো শুকনো খটখটে পথ আটকে যায়
কণ্ঠে তৃষ্ণা জাগে, শ্বাসরোধ হয়
এই পথ কিংবা ঘরের জানালা
এখনো তার জন্য নতজানু
খরতাপে মন আমার পাশ ফিরে প্রহর গুনে
অথচ সে আর ফিরে আসে না।

 

 

 

 

এতকিছুর পরও শেষ পর্যন্ত
যেখানে উপনীত হয়েছি
তা একদম আজ পরিস্কার
যে শৈশব দুরন্ত হয়ে ছুটে যায় সোনালী অধ্যায়ে
তার ফিরে আসার প্রতিশ্রুতি
বাস্তবে অলীক কল্পনা
আমার হাতের মুঠোর মৃত্যু চলে আসলেও
অথবা প্রতীক্ষার দীর্ঘশ্বাস ফেলে
বেঁচে থাকলেও
সে আর ফিরবে না।

 

 

 

লেখক: জনাবা ফাতিমা পারভীন।

বাংলাদেশ প্রতিদিন পত্রিকার, স্বনামধন্য কলামিস্ট ও মহিলা ভাইস চেয়ারম্যান, পাথরঘাটা উপজেলা পরিষদ।

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

ফেসবুকে আমরা